-6.6 C
Munich
সোমবার, জানুয়ারি ১২, ২০২৬

সেঞ্চুরি ছাড়াই ইংল্যান্ডের ৪০০, ওয়ানডে ইতিহাসে প্রথমবার

Must read

নিজেদের মাটিতে আন্তর্জাতিক মৌসুম সামনে রেখে বেশির ভাগ ক্রিকেটারকে আইপিএল থেকে ফিরিয়ে নিয়ে গেছে ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)।

ক্রিকেট উইন্ডিজের (সিডব্লুআই) অবশ্য ওসব নিয়ে চিন্তা নেই। শীর্ষ সারির ক্রিকেটারদের আইপিএলের শেষ পর্যন্ত খেলার অনুমতি দিয়েছে তারা।

আন্তর্জাতিক ক্রিকেটকে গুরুত্বসহকারে নেওয়া ও অবজ্ঞা করার মধ্যে তফাত কদিন আগেই টের পেয়েছিল ওয়েস্ট ইন্ডিজ। দ্বিতীয় সারির দল নিয়ে আয়ারল্যান্ড সফরে গিয়ে ওয়ানডে সিরিজ ড্র করেছিল ক্যারিবীয়রা। এবার ইংল্যান্ড সফরের শুরুটাও হলো বেশ বাজে।

ওয়ানডেতে সবচেয়ে বেশি দলীয় ৪০০

দক্ষিণ আফ্রিকা
ভারত
ইংল্যান্ড
নিউজিল্যান্ড
শ্রীলঙ্কা
অস্ট্রেলিয়া
জিম্বাবুয়ে

বার্মিংহামের এজবাস্টনে ওয়েস্ট ইন্ডিজ বোলারদের বেদম পিটিয়ে ৮ উইকেটে ৪০০ রান করে ফেলেছে ইংল্যান্ড। ওয়ানডে ইতিহাসে এটি ২৮তম দলীয় ৪০০ রানের ঘটনা; ইংল্যান্ড এ নিয়ে করল ৬ বার।

তবে ইংলিশরা আজ ৪০০ ছুঁয়ে দুটি অনন্য কীর্তি গড়ে ফেলল। তারাই যে প্রথম দল, যারা সেঞ্চুরি ছাড়াই ওয়ানডে সবচেয়ে বেশি রান করল। দলটির হয়ে সর্বোচ্চ ৮২ রান করেছেন জ্যাকব বেথেল।

এর আগের রেকর্ডটা ছিল দক্ষিণ আফ্রিকার। ২০০৭ সালে সেঞ্চুরিয়নে পাকিস্তানের বিপক্ষে ৬ উইকেটে ৩৯২ রান করলেও প্রোটিয়াদের কোনো ব্যাটসম্যান তিন অঙ্কের দেখা পাননি।

এ ছাড়া আজ ইংল্যান্ডের প্রথম সাত ব্যাটসম্যানের প্রত্যেকে কমপক্ষে ৩০ রান করেছেন। ওয়ানডে ক্রিকেটের ৫৪ বছর ও ৪৮৮০ ম্যাচের ইতিহাসে এই প্রথম এমন ঘটনা ঘটল।

ওয়ানডেতে সেঞ্চুরি ছাড়া দলীয় সর্বোচ্চ

দল প্রতিপক্ষ
ইংল্যান্ড: ৪০০/৮ ওয়েস্ট ইন্ডিজ
দ. আফ্রিকা: ৩৯২/৬ পাকিস্তান
দ. আফ্রিকা: ৩৬৯/৬ বাংলাদেশ

বেথেল ছাড়াও ইংল্যান্ডের হয়ে ফিফটির দেখা পেয়েছেন বেন ডাকেট (৬০), হ্যারি ব্রুক (৫৮) ও জো রুট (৫৭)। এ ম্যাচ দিয়েই সাদা বলে ইংল্যান্ডের স্থায়ী অধিনায়ক হিসেবে ব্রুকের যাত্রা শুরু হয়েছে। স্বীকৃত ব্যাটসম্যানদের মধ্যে শুধু রুটই ১০০-এর কম স্ট্রাইক রেটে ব্যাট করেছেন।

বাংলাদেশ সময় রাত ১১টায় এই প্রতিবেদন লেখা পর্যন্ত লক্ষ্য তাড়া করতে নেমে ৮ ওভার শেষে ২ উইকেট হারিয়ে ৪৯ রান করেছে ওয়েস্ট ইন্ডিজ।

- Advertisement -spot_img

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- বিজ্ঞাপন -spot_img

সর্বশেষ সংবাদ